
Login
Cart
আমরা 'ইন্ডিয়া পোস্ট'এর মাধ্যমে প্রোডাক্ট ডেলিভারি করি। অর্ডার করুন, ইউপিআই পেমেন্টের মাধ্যমে পেমেন্ট করুন, কল করে আর হোয়াটস্যাপে যোগাযোগ করেনিন আর কয়েক দিন পর নিশ্চিন্তে ডেলিভারি পান। 👉 এখানে সবসময়ই ডেলিভারি চার্জ ₹50/- দেখাবে যেটা শুধু মাত্র 500 গ্রাম পর্যন্ত ওজনের মধ্যে থাকা পার্সেলের জন্য। এরপর ইন্ডিয়ায় পোস্টের মাশুল নীতি অনুসারে পার্সেলের চার্জ বাড়বে। এই সিম্পল অ্যাপে ওজন ক্যালকুলেশন করে মাশুল নির্ধারণের কোন ব্যবস্থা আপাতত নেই। তাই বাড়তি মাশুলটা আপনাকে পরে 9064241168 নম্বরে ইউপিআই করে দিতে হবে। 👉 পুরানো বা নতুন, সকল কাস্টমারই এখানে লিস্ট দেখে হোয়াটস অ্যাপের মাধ্যমে অর্ডার করতে পারেন। তাঁদের ডাক মাশুলও একই নিয়মে পরবে। 👉 একটি পার্সেলে ₹1000/- টাকার বেশী বই কিনলে সকলেই 5% এক্সট্রা ছাড় পাবেন। 👉আরেকটি কথা, আমরা ক্যাশ ওন ডেলিভারিতে বিক্রয় করি না। যারা ক্যাস অন ডেলিভারিতে কিনতে চান তাঁরা দয়া করে হোয়াটস অ্যাপে কিছু অর্ডার করবেননা।